Monday , 29 April 2024
Breaking News

দিনাজপুর শহরে ভাঙা রাস্তার মেরামত কাজ শুরু

উত্তরবঙ্গের জেলা দিনাজপুর শহরে রাস্তাঘাট নিয়ে মানুষের হয়রানির শেষ নেই। দেশ যেখানে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দিনাজপুর শহর যেন ততোই পিছনের দিকে ফিরে যাচ্ছে। শহরের রাস্তার অবস্থা খুবই করুণ। মানুষের অভিযোগের প্রধান জায়গাটি হচ্ছে রাস্তাঘাটের মেরামত।

ছবি: মুরাদুল ইসলাম মুরাদ, লেখা: রোন আবির ইসলাম

বশেষে দিনাজপুর শহরের বেশ কয়েকটি ভাঙা রাস্তার মেরামত কাজ শুরু হয়েছে। রাস্তাগুলো হলো –
১) বালুবাড়ীর বাঞ্ছারামপুল হতে মহারাজা স্কুল মোড় পর্যন্ত রাস্তা দুধারে ১ ফুট বর্দ্ধিত করা সহ পূনঃর্নিমান কাজ
২) সদর হাসপাতাল মোড় হতে রোগমুক্তি ক্লিনিক পর্যন্ত রাস্তার পূনঃ নির্মাণ হয়ে উত্তরের গলির নূতন রাস্তা মুন্সীপাড়ার জাতীয় মহিলা সংস্থার মোড় পর্যন্ত।
৩) বালুবাড়ী আইন কলেজ মোড় হতে বাঞ্ছারামপুল পর্যন্ত রাস্তা ২ ফুট বর্দ্ধিত করা সহ পূনঃর্নিমান কাজ।
৪) ঘাসিপাড়া বটগাছ মোড় হতে ডাবগাছ মোড় পর্যন্ত রাস্তা বর্দ্ধিত করা সহ পূনঃর্নিমান কাজ।
৫) নিমতলা মোড় থেকে অগ্রণী ব্যাংক হয়ে চারুবাবুর মোড় পর্যন্ত সড়ক।
৬) চুরিপট্টি অগ্রণী ব্যাংক থেকে কতোয়ালি থানা পর্যন্ত সড়ক পুনর্বাসন।
৭) নিউ টাউন 3 নং বাজার জনতা ক্লিনিক থেকে পাওয়ার স্টেশন রোড।
উল্লেখ যে, ২৯ মে, ২০২২ তারিখে নিমতলা ও চুড়িপট্টিসহ ৪ টি রাস্তার কাজের উদ্বোধন করেছিলেন দিনাজপুর ৩ আসনের সাংসদ হুইপ জনাব ইকবালুর রহিম। আগস্ট মাসে একই রাস্তা আবারও উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

 

Please follow and like us:

Leave a Reply

Social media & sharing icons powered by UltimatelySocial